‌দ্বিতীয় দফা রিমান্ড শেষে পু‌লিশ কনস্টেবল টিটু আদালতে

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২৮, ২০২০
০৮:০৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৮, ২০২০
০৮:২১ অপরাহ্ন



‌দ্বিতীয় দফা রিমান্ড শেষে পু‌লিশ কনস্টেবল টিটু আদালতে

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে আদালতে হা‌জির ক‌রে‌ছে পি‌বিআই।

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে তুলে পিবিআই।

এর আগে প্রথম দফায় ৫ দিনের রিমান্ড শেষে গত র‌বিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে তিনটার দিকে তাকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে তুলে তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরসি-০৫