ওসমানীনগরে বিক্ষোভ মিছিল, ফ্রান্সের পণ্য বর্জনের দাবি

ওসমানীনগর প্রতিনিধি


অক্টোবর ২৯, ২০২০
১২:০২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২০
১২:৩০ পূর্বাহ্ন



ওসমানীনগরে বিক্ষোভ মিছিল, ফ্রান্সের পণ্য বর্জনের দাবি

ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে সিলেটের ওসমানীনগরে বিক্ষোভ মিছিল করেছে আনজুমানে তালামিযে ইসলামিয়া। 

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গোয়ালাবাজারের বায়তুল মোয়াজ্জম জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার এলাকার বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষও অংশ নেন। 

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা তালামিযের সভাপতি মাহবুব খাঁনের সভাপতিত্বে এবং ফয়ছল ইসলাম ও জুনায়েদ আহমদ তালুকদারের পরিচালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সকল মুসলমানের প্রাণের স্পন্দন। মহানবী (সা.) এর মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা করা হলে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে সময় লাগবে না। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বর্জনসহ ফ্রান্সের দূতাবাসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বন্ধ রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা। 

পথসভায় বক্তব্য দেন, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সুলতান আহমদ, আনজুমানে আল ইসলাহ ওসমানীনগর উপজেলার সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, লতিফিয়া হিফযুল কুরআন একাডেমি ওসমানীনগরের প্রিন্সিপাল মাওলানা এম এ রব, তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি শেখ আলী হায়দার, তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি আছাব আলী, বালাগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি হাফিজ আতিকুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম মিছলু, আনজুমানে আল ইসলাহ দয়ামীর ইউপি শাখার সাধারণ সম্পাদক মুজতবা হাসান মিছলু, গোয়ালাবাজার উত্তর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজাদ আলী, তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন, সহ-অফিস সম্পাদক আব্দুল কাইয়ূম রাফি, সহ-প্রশিক্ষণ সম্পাদক আব্দুল হামিদ খাঁন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ মাহিদ আহমদ তালুকদার, দুলাল আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহিন আহমদ সালেহ, সদস্য হাবিবুর রহমান সাজু, জুম্মান আহমদ প্রমুখ।

 

ইউডি/বিএন/আরআর-০৪