নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২০
১২:৩৩ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৯, ২০২০
১২:৩৪ পূর্বাহ্ন
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে আদালতে হাজির করা হলেও দায় স্বীকার করেননি বহিস্কৃত পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাস। ৮ দিনের রিমান্ড শেষে আজ বুধবার (২৮ অক্টোবর) তাকে আদালতে তোলা হলেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেননি তিনি।
পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেওয়ায় টিটুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালত।
এছাড়াও একই মামলায় গ্রেপ্তার বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল হারুন অর রশীদকে বৃহস্পতিবার পাঁচদিনের রিমান্ড শেষে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই'র পরিদর্শক মহিদুল ইসলাম।
প্রসঙ্গত, গত ২০ অক্টোবর সিলেট পুলিশ লাইন্স থেকে টিটুকে গ্রেপ্তারের পর তাকে পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়। প্রথম দফা রিমান্ড শেষে গত ২৫ অক্টোবর আবারও টিটুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়। তবে দুই দফা রিমান্ড শেষেও রায়হানকতে নির্যাতনের ঘটনায় আদালতে জবানবন্দি দিতে সম্মতি হননি টিটু।
আরসি-০৭