জৈন্তাপুরে ফ্রান্সবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জৈন্তাপুর প্রতিনিধি


অক্টোবর ২৯, ২০২০
০২:২০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২০
০২:২০ পূর্বাহ্ন



জৈন্তাপুরে ফ্রান্সবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মহানবীকে হজরত মোহাম্মদকে (স) নিয়ে ফ্রান্সে ব্যাঙ্গচিত্র উপস্থাপন করে অবমাননার প্রতিবাদে সিলেটের জৈন্তাপুরে তৌহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মহানবীকে (স) নিয়ে ফ্রান্সে ব্যাঙ্গচিত্র প্রকাশ করে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে নিয়ে কটুক্তি করায় আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। সেই সঙ্গে ফ্রান্সের অর্থনীতিকে ধ্বংস করতে বাংলাদেশের বাজার থেকে ফ্রান্সের সকল পণ্য বর্জন করতে হবে। ফ্রান্সের অর্থনীতি ধ্বংস হলেই আমাদের প্রতিবাদ সফল হবে। 

জৈন্তাপুর ঐতিহ্যবাহী বটতলায় বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে মাওলানা মোস্তাক আহমদ ও নজরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য দেন, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাস্টার আশিকুর রহমান, মাস্টার ইকবাল আহমদ, ক্বারী মাওলানা তায়্যিবুর রহমান, মাস্টার আব্দুল হাসিম, মাওলানা কবির আহমদ, আব্দুল হাসিম, আব্দুল হান্নান, মাওলানা কবীর খান, মাওলানা কবীর হোসাইন, বদরুদ্দিন পারভেজ, নোমান আহমদ, মাওলানা আলিম উদ্দিন, মাওলানা দেলোয়ার, মাওলানা আশিকুজ্জামান, মাওলানা নজরুল ইসলাম, হাফিজ শরীফ আহমদ, আজিজুর রহমান, মাওলানা ফারুক আহমদ, মাওলানা রফি উদ্দিন শাহীন, মাওলানা জাকারিয়া, মাওলানা নূরুল ইসলাম প্রমুখ। 

 

আরকে/আরআর-০৮