সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে বাদাম বাগিচায় দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২৯, ২০২০
০৫:৩০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২০
০৫:৩৪ পূর্বাহ্ন



সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে বাদাম বাগিচায় দুই গ্রুপের সংঘর্ষ

সিলেট নগরের বাদাম বাগিচা এলাকায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বাদাম বাগিচা ইলাশকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে নগরের বাদামবাগিচা ও খাসদবির এলাকার দুটি পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় রিমন নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের বিমাবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন। রাত ১১ টায় তিনি বলেন, ‘রাত সাড়ে দশটার দিকে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে নগরের বাদাম বাগিচা ও খাছদবির এলাকার দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এনএইচ/বিএ-১৪