সমাজসেবী আব্দুল আহাদের মৃত্যুতে শোক

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৯, ২০২০
০৬:৫৫ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২০
০৬:৫৫ পূর্বাহ্ন



সমাজসেবী আব্দুল আহাদের মৃত্যুতে শোক

সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল আহাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেটের বিভিন্ন মহল। হার্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয় সমাজসেবী আব্দুল আহাদ গত মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় বিকেল ৫টায় মৃত্যুবরণ করেন। 

শফিউল আলম চৌধুরী : সমাজসেবী আব্দুল আহাদের মৃত্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

জেলা ও মহানগর আওয়ামী লীগ : আব্দুল আহাদ এতিমখানার প্রতিষ্ঠাতা আব্দুল আহাদের মুত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

বিএ-০৪