কদমতলিতে বোমা হামলা : ১৫ বছরে ২০তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৯, ২০২০
০৭:৩১ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২০
০৭:৩১ পূর্বাহ্ন



কদমতলিতে বোমা হামলা : ১৫ বছরে ২০তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

সিলেটের কদমতলি কেন্দ্রীয় বাসটার্মিনাল জামে মসজিদে বোমা বিস্ফোরণ মামলায় ২০তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেসা খানম সাক্ষ্যগ্রহণ করেন। এ ঘটনায় দায়ের করা মামলার সাক্ষীর সাক্ষ্যগ্রহণ গত ১৫ বছরেও শেষ হয়নি।

আদালত সূত্রে জানা যায়, মামলার একমাত্র আসামি আব্দুল আজিজকে আজ আদালতে হাজির করা হয়। মামলার মোট ২৮ জন সাক্ষীর মধ্যে ২০তম সাক্ষী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মুহাম্মদ তোফায়েল ইসলাম; যিনি সেই সময় ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেছিলেন। তিনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব। বুধবার তিনি আদালতে সাক্ষ্য দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট মো. জোবায়ের বখত। তিনি বলেন, ‘আসামি পক্ষের আইনজীবী হিসেবে সাক্ষীকে জেরা করেন স্টেট ডিফেন্স অ্যাডভোকেট শাহ আলম মহি উদ্দিন।’

প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে দেশের ৬৩ জেলায় বোমা হামলা হয়। সিলেটের আদালতপাড়াসহ বিভিন্ন এলাকায় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এ দিন। একই দিন সকাল সোয়া ১১টার দিকে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনাল মসজিদের পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসআই মুমিনুল ইসলাম বাদী হয়ে হয়ে কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। ২০০৬ সালের ২৩ মার্চ আব্দুল আজিজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুল হামিদ এ মামলায় আব্দুল আজিজকে একক আসামি করে অভিযোগপত্র দেন। মামলায় মোট ২৮ জন সাক্ষীর মধ্যে এ নিয়ে ২০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

বিএ-০৮