আর্মেনিয়ার মিসাইল হামলা, ২১ আজেরি নিহত

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৯, ২০২০
০১:০৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২০
০১:০৭ অপরাহ্ন



আর্মেনিয়ার মিসাইল হামলা, ২১ আজেরি নিহত

আর্মেনিয়ার মিসাইল হামলায় নিজেদের ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে আজারবাইজান কর্তৃপক্ষ।

আজারবাইজান জানিয়েছেন, তাদের বারদা শহরে হামলা চালিয়েছে আর্মেনিয়া; শহরটি বিতর্কিত ভূখণ্ড নাগোর্নো-কারাবাখের পাশেই অবস্থিত। এই হামলায় আরও অনেক মানুষ আহতও হয়েছে।

তবে এই হামলার দায় স্বীকার করেনি আর্মেনিয়া। উল্টো তাদের অভিযোগ, কারাবাখে আজারিবাহিনী একটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে তাক করেছে।

নাগোর্নো-কারাবাখ আজারবাইজানের মধ্যে অবস্থিত হলেও আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে। আর আর্মেনিয়া তাদেরকে সমর্থন দিচ্ছে। ১৯৯০ দশকে যুদ্ধের মধ্য দিয়ে অঞ্চলটি আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হলেও এই অঞ্চলটিকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি কোনো দেশ।

অঞ্চলটি নিয়ে ৯০ এর দশকে থেকে আজারবাইজান ও আর্মেনিয়া বেশ কয়েকবার যুদ্ধে জড়ালে সেখানে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়।

বিরোধপূর্ণ নাগোর্নো-কারাবাখ নিয়ে ২৭ সেপ্টেম্বর ফের যুদ্ধে জড়ায় আর্মেনিয়া-আজারবাইজান। ফের যুদ্ধে নামা নিয়ে উভয় পক্ষই একে-অপরকে দোষারূপ করছে।

এর মধ্যে রাশিয়ার মধ্যস্থতায় দুইবার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একবার উভয় পক্ষ যুদ্ধ বিরতিতে সম্মত হলেও প্রত্যেকবার তা পরক্ষণেই লঙ্ঘন করা হয়েছে।

বিএ-১২