শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৪ নভেম্বর পর্যন্ত

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৯, ২০২০
০১:৫২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২০
০১:৫২ অপরাহ্ন



শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৪ নভেম্বর পর্যন্ত

করোনাভাইরাস মহামারির কারণে দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আরও এক দফা বাড়ল। ছুটি বাড়িয়ে এবার ১৪ নভেম্বর পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী।

এ সময় তিনি আরও জানান, করোনার সংক্রমণ এড়াতে নতুন বছরের শুরুতে স্কুলগুলোতে বই উৎসব হবে না। তবে যথা সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। দফায় দফায় ছুটি বাড়ানো হচ্ছে। গত এক ১ অক্টোবর তা বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছিল।

বিএ-১৬