মৌলভীবাজারে উলামা পরিষদের বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি


অক্টোবর ২৯, ২০২০
০৮:১৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২০
০৮:১৪ অপরাহ্ন



মৌলভীবাজারে উলামা পরিষদের বিক্ষোভ

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ও ফ্রান্সের পণ্য জাতীয়ভাবে বয়কটের দাবিতে মৌলভীবাজারে সমাবেশ ও বিক্ষোভ করেছে উলামা পরিষদ।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দূপুরে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র.) পৌর ঈদগাহ এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল বারী ধর্মপুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, রায়পুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা গিয়াস উদ্দিন, বরুনা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম হামিদি, দারুল উলুম টাইটেল মাদরাসার মুফতি সামছুজ্জোহা, রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমেদ বেলালসহ অন্যান্যরা।

পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মহানবীকে অবমাননাকারীদের ফাঁসির দাবিতে মিছিলে স্লোগান দেওয়া হয় ও স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

 

এসএইচ/আরআর-০৯