ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ

গোলাপগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ৩১, ২০২০
০২:১৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ৩১, ২০২০
০২:২৯ পূর্বাহ্ন



ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ

ফ্রান্সে মহানবী (সাঃ) এর ব্যাঙ্গাত্নক কাটুন প্রকাশের প্রতিবাদে সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জে মাাদারিসে কওমিয়া ও তাওহিদী জনতার উদ্যোগে বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা হেতিমগঞ্জ বাজার পয়েন্ট থেকে বিশাল বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বরায়া বাটুলগঞ্জ মাদরাসার আরাবিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আহবায়ক মাওলানা লুৎফুর রহমান সভাপতিত্বে ও হিসাব রক্ষক হাফিজ মাওলানা শরিফ আহমদ শাহান ও মুফতি মামুন মুজাহিদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামেয়া ইসলামিয়া বরায়া শ্রীরামপুর মাদরাসার মুহতামিম মাওলানা জিলাল আহমদ, জামেয়া ইসলামিয়া মতিনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শায়েখ আব্দুস সালাম, বিশিষ্ট রাজনীতিবীদ অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ,  ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, হাজীপুর লরিফর এফ রহমান হাফিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল বাছিত, বরায়া বাটুলগঞ্জ মাদরাসার শিক্ষা সচিব মুফতি আবুল কালাম, জামেয়া ইসলামিয়া মতিনিয়া মাদরাসার শিক্ষা সচিব মাওলানা বশির আহমদ, ফয়জে জলিল আতহারিয়া মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল আমিন, হেতিমগঞ্জ নবাবী মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মারুফ আহমদ, কায়স্তগ্রাম হযরত শাহজালাল (র:) কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইফুর রহমান, মোল্লাগ্রাম নতুন মসজিদের ইমাম মাওলানা এনায়াত উল্লাহ, হেতিমগঞ্জ চৌমুহনী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহমদ সেলিম, খয়রুগঞ্জ মসজিদ মার্কেটের সভাপতি আব্দুল গফফার, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, শামসুল ইসলাম আনা, হিলালপুর গ্রামবাসীর পক্ষে সাকের ইসলাম, মানবাধিকার কর্মী সুজন আহমদ খান, মেরাজুল ইসলাম সাবুল, হাফিজ মাওলানা মুত্তাকি হাদি। 

সভায় বক্তারা বলেন, ফ্রান্সের যে সকল পণ্য আমাদের দেশ এবং মুসলিম দেশগুলোতে রয়েছে তা বর্জন করা আমাদের ঈমানী দায়িত্ব। বক্তারা কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, ফ্রান্সের রাষ্ট্রপ্রধান বিশ্বনবীকে নিয়ে যে দৃষ্টতাপূর্ণ আচরন করেছে তার প্রতিবাদে বাংলার মুসলিমসহ সমগ্র বিশ্বের মুসলিম আজ ক্ষেপে উঠেছে। অনতিবিলম্বে যদি সে জনসম্মুখে ক্ষমা না চায় তাহলে এ আন্দোলন তীব্র থেকে আরও তীব্রতর করা হবে। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হেতিমগঞ্জ চৌমুহনী বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মালিক মলিক, বিশিষ্ট মুরব্বী গোলাম আযম শাইস্তা, মাওলানা জমির উদ্দিন, আতাউর রহমান, সাবেক ইউপি সদস্য  শরিফ উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রফেসর ইউনুছ চৌধুরী, সাংবাদিক আজিজ খান, আব্দুল মুমিত জোয়ারদার, মামুনুর রশিদ মামুন, নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ইসমাইল হোসেন চৌধুরী, বরায়া বাটুলগঞ্জ মাদরাসার শিক্ষক মাওলানা লোকমান আহমদ, মাওলানা আব্দুর রহমান, হাফিজ মুজাহিদুল ইসলাম, জামেয়া ইসলামিয়া বরায়া শ্রীরামপুর মাদরাসার শিক্ষা সচিব মাওলানা নুরুল হক, জামেয়া ছায়িদিয়া পশ্চিমভাগ মাদরাসার শিক্ষক মাওলানা শিব্বির আহমদ, হাফিজ মিসবাহ উদ্দিন, এম. মামুন, হেতিমগঞ্জ চৌমুহনী বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, ইসমাঈল হোসেন শিপার, সাইদুল ইসলাম, শফি আহমদ খান, ফজল আহমদ, মনসুর আলম, নুরুল আমিন, জনতার দাবী বৃহত্তর গোলাপগঞ্জের আহবায়ক এম. এ সামাদ, রুহুল আমিন রাহেল, সামাদুর রহমান অপু, মুশাহিদ আহমদ ইমন, কামিল আহমদ তালুকদার, জুনেদ আহমদ রাফি, শাকিল আহমদ সাকেল, মাহিন রহমান প্রমুখ। 

এছাড়াও বৃহত্তর হেতিমগঞ্জ এলাকার মছকাপুর, নিজতাপা, কতোয়ালপুর, খারিপার, শ্রীপুর, কিছমত মাইজভাগ গুলাগাও, শ্রীবহর, কোনাচর, জাঙ্গালহাটা, বাউশি, রাম্পা, দিঘলটিকি, মাইজভাগ, করমপুর, কায়স্তগ্রাম, নাশাগঞ্জ, ইজরাপাড়া, কুসুমবাগ, হাজিপুর, লরিফর, ঘনশ্যাম, শুকনা, এওলাটিকর, হেতিমগঞ্জ গ্রাম, মোল্লাগ্রাম, হিলালপুর এবং শ্রীরামপুরসহ বিভিন্ন পাড়া মহল্লা থেকে ইমাম সাহেবদের নেতৃত্বে মুসল্লিদের স্বত:স্ফুর্ত অংশগ্রহনে মিছিল সহকারে প্রতিবাদ সভায় যোগ দান করেন। প্রতিবাদ সভা পরবর্তীতে বরায়া বাটুলগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদরাসার আল-ফালাহ ছাত্র সংসদ কর্তৃক ফ্রান্সের প্রেসিডেন্ট এর কুশপত্তিলিকা দাহ করা হয়। 

এদিকে শুক্রবার বাদ জুম’আ পৌর সদরে হেফাজতে ইসলাম গোলাপগঞ্জ উপজেলা শাখার ও স্থানীয় তৌহিদী জনতার উদ্দ্যােগে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে হেফাজতে ইসলাম গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা আব্দুল গাফফারের পরিচালনায় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, হেফাজতে ইসলাম গোলাপগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি শামসুদ্দিন বানীগাজী, পৌর শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন,  মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা মুক্তার আহমদ, মাওলানা আলী আহমদ, মাওলানা আব্দুস সালাম, সফির আহমদ আফছর, আব্দুল লতিফ সরকার, হাফিজ মাওলানা জামিল আহমদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির আহ্বাহক সভাপতি ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মাওলানা আব্দুল জলিল, শহিদুর রহমান সুহেদ, হাফিজ মাওলানা আব্দুল আহাদ, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা মুমিন আহমদ সাকিল, মিনহাজ আহমদ চোধুরী, সাদেক আহমদ। এছাড়া উপজেলার ঢাকাদক্ষিণ, ভাদেশ্বর, শরীফগঞ্জ সহ বিভিন্ন ইউনিয়নে স্থানীয় তৌহিদী জনতার উদ্দ্যােগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এফএম/বিএ-১২