সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ৩১, ২০২০
১০:৪১ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০১, ২০২০
১২:৪৫ পূর্বাহ্ন
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর অবমাননার প্রতিবাদে সিলেট নগরের লামাপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুম্মা লামাপাড়া এলাকায় মানবন্ধন এবং পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপশহর পর্যন্ত গিয়ে শেষ হয়।
মোহিনী সমাজ কল্যাণ সমিতি আয়োজিত এ কর্মসূচিতে সিলেট সিটি করপোরেশনের ২০ এবং ২১ নং ওয়ার্ডের সকল মসজিদের ইমাম মুসল্লিরা যোগ দেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মোহিনী সমাজ কল্যাণ সমিতির সভাপতি কয়েছ আহমদ।
এছাড়াও বিভিন্ন পাড়া মহল্লার সামাজিক সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকসহ মুরুব্বিয়ানরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘মুসলমানদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) প্রতি যারা নুন্যতম শিষ্টাচার প্রকাশ করে না বরং তাকে নিয়ে অবমাননাকর ব্যাঙ্গচিত্র তৈরি করে তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল ও মানববন্ধন ‘ শান্তির ধর্ম ইসলামকে অশান্ত করার হীন চক্রান্তকারী ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ব্যাপারে ক্ষমা চাওয়ার আহবান জানান তারা।
মানবন্ধন শেষে শান্তিপূর্ণ মিছিল নগর প্রদক্ষিণ করে।
এএফ/০২