বিশ্বনাথ প্রতিনিধি
নভেম্বর ০১, ২০২০
০১:০৫ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০১, ২০২০
০১:০৫ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে উপজেলা ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন কমিটির উদ্যোগে শুক্রবার বেলা ৩টায় বিশ্বনাথ পুরান বাজার বায়তুল আমান জামে মসজিদে মাহফিল অনুষ্ঠিত হয়।
কোরআন ও হাদিসের আলোকে ঈদে মিলাদুন্নবী (স.) পালনের বৈধতা সম্পর্কে আলোচনা করেন জালালপুর জালালিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ আল্লামা জ উ ম আব্দুল মুনঈম (মনজলালী), আব্দুল আহাদ জিহাদি, হযরত মাওলানা মিজানুর রহমান ছালেহী (কুমিল্লা), বিশ্বনাথ পুরান বাজার বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ খাইরুল ইসলাম, মুফতিরগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম ও ক্বারী সিরাজ উদ্দিন। এ সময় উপজেলা ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএ/আরআর-০৮