কমিউনিটি পুলিশিং ডে'তে জেদান আল মুসার মাস্ক বিতরণ

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০১, ২০২০
১২:৫১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২০
১২:৫১ পূর্বাহ্ন



কমিউনিটি পুলিশিং ডে'তে জেদান আল মুসার মাস্ক বিতরণ

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহারের উপর সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। আজ শনিবার (৩১ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে-২০২০ তে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করে সেই সচেতনতামূলক বার্তা দিলেন রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেটের পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

আজ বেলা ৩টার দিকে নগরের শাহজালাল উপশহর এলাকায় সচেতনতামূলক এ প্রচার কাজ চালানো হয়। এ সময় তিনি রিক্সা চালক, সিএনজিচালিত অটোরিকশা চালকসহ পথচারীদের মধ্যে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরণ এবং সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার আহবান জানান। 

এসময় তিনি বলেন, ‘আসুন সবাই মিলে করোনা সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলি। আতংকিত না হয়ে আমাদের সতর্কতা ও সচেতনতা অবলম্বন করা দরকার।

 

এএফ/০৬