সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০১, ২০২০
০৭:১৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০১, ২০২০
০৭:১৩ পূর্বাহ্ন
কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবদানের স্বীকৃত স্বরূপ সিলেট জেলায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মর্তা নির্বাচিত হয়েছেন ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য।
শনিবার (৩১ অক্টোবর) সকালে সিলেট জেলা পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
এ বিষয়ে এসআই সুবিনয় বৈদ্য পুরস্কৃত হওয়ায় প্রতিক্রিয়ায় বলেন, এই কৃতিত্ব আমার নয়, এর দাবিদার বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সকলের। আগামী দিনেও এ কার্যক্রম অব্যাহ রাখতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
বিএ-০৬