কনস্টেবল হারুনকে কারাগারে পাঠিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০১, ২০২০
১০:২৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২০
১০:৩১ অপরাহ্ন



কনস্টেবল হারুনকে কারাগারে পাঠিয়েছে আদালত

সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে যুবক রায়হান হত্যা মামলায় কনস্টেবল হারুন অর রশিদকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছিল। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আজ রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমানের আদালতে হাজির করে পিবিআই।

গত ২৪ অক্টোবর হারুনকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পিবিআই। পরবর্তীতে গত ২৯ অক্টোবর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

এনএইচ/আরসি-০১