বিশ্বনাথ প্রতিনিধি
নভেম্বর ০১, ২০২০
১১:১০ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০২, ২০২০
১২:৩৪ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। আজ রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিআরডিবি হলরুমে যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক বর্ণালী পালের সভাপতিত্বে এবং যুব সংগঠক রুমেল আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান, কৃষি কর্মকর্তা রমজান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান লিলু ও সিরাজুল ইসলাম সিরাজ।
এমএ/বিএন/আরআর-০৫