বিশ্বনাথ প্রতিনিধি
নভেম্বর ০১, ২০২০
১১:১৭ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০২, ২০২০
১২:৫০ পূর্বাহ্ন
বিদেশযাত্রা উপলক্ষে সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ও উপজেলার দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার একটি রেস্টুরেন্টে উপজেলা যুবলীগের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা যুবলীগের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি আব্দুল কাইয়ুমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলতাব হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবদুর রুপ, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুক মিয়া, প্রবাসী শফিকুল ইসলাম শরীফ, উপজেলা যুবলীগের সদস্য ফজলুর রহমান, শাহ আলম খোকন, সুহেল তালুকদার, রুহেল খান, তাজুল ইসলাম, জাবেদ আহমদ, দশঘর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক লালা মিয়া, যুবলীগ নেতা নোমান আহমদ, ফারুক মিয়া, ইকবাল হোসেন, শাহান আহমদ প্রমুখ।
এমএ/বিএন/আরআর-০৬