গোলাপগঞ্জে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ০১, ২০২০
১১:৪৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২০
০২:২৫ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুর থেকে তাউসিফ আহমদ (৬) ও আল আমিন আহমদ (৭) নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। 

আজ রবিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাঘা রুস্তমপুর কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাউসিফ উপজেলার রুস্তমপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ফয়জুর রহমানের ছেলে ও আল আমিন একই গ্রামের কবির মিয়ার ছেলে।

দুই শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শিশু তাউসিফের পিতা ফয়জুর রহমান।

উল্লেখ্য, গতকাল শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ওই দুই শিশু বাড়ির পার্শ্ববর্তী রুস্তমপুর কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে মাছ শিকার দেখতে যায়। এরপর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না।

 

এফএম/আরআর-০৭