যুব দিবসে বালাগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

বালাগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ০২, ২০২০
০১:৪৩ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২০
০১:৪৩ পূর্বাহ্ন



যুব দিবসে বালাগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে যুব-যুবাদের মধ্যে ঋণ প্রদান, সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বালাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের সভাপতিত্বে আজ রবিবার (১ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, যুব-যুবরা একেকজন অর্থনৈতিক যোদ্ধা। দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ যুবক। সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বেকার যুবক-যুবাদের প্রশিক্ষণ প্রদান, ঋণ সহায়তা ও পরামর্শ দিয়ে তাদেরকে মানবসম্পদে পরিণত করছে। বঙ্গবন্ধু যুবকদের সংগঠিত করে বাঙালির মুক্তির সংগ্রামে উজ্জীবিত করেছিলেন, উদ্যমী করেছিলেন।

বক্তারা আরও বলেন, এই যুবকরাই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছিল। আমরা বিজয়ী জাতি। এখন সবাইকে দেশের অর্থনৈতিক মুক্তির সংগ্রামে উজ্জীবিত হতে হবে। আমাদের যুবশক্তি কোনোভাবে বিপথে যাক এবং তাদের অভিভাবকদের যন্ত্রনার কারণ হয়ে দাঁড়াক তা আমরা চাই না। তাদেরকে অবশ্যই মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে।

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা নির্মল চন্দ্র বণিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া। আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী কর্মকর্তা মো. নাজমূল হাসান সোহেল ও সফল আত্মকর্মী তান্নি বেগম।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন রায়, আব্দুল মতিন, বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী কর্মকর্তা আব্দুর রহিম, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির মিয়া, সাংবাদিক শামীম আহমদ, মো. কাজল মিয়া, ইউপি সদস্য আব্দুস শহিদ দুলাল, যুব সংগঠক টিপু সুলতান ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হামিদ। এছাড়া আলোচনা সভায় উপজেলা প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, যুবক-যুবা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে পরিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম কামরুল ইসলাম এবং গীতাপাঠ করেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল।

 

এসএ/আরআর-১১