গোলাপগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ০২, ২০২০
০২:০৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০২, ২০২০
০২:০৯ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে 'মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান'- এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
আজ রবিবার (১ নভেম্বর) বেলা ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রণধীর দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাছান ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক ফারহান মাসউদ, বৃহত্তর হেতিমগঞ্জের সভাপতি যুব সংগঠনের সভাপতি রুহেল আহমদ, গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের ফাহিম আহমদ, জালালাবাদ আদর্শ সংঘের সভাপতি সাইদুল ইসলাম মিজান, সুমন আলী, তরুকবাগ যুব সংঘের সাইফুল ইসলাম শিপু, সূর্যমূখী যুব সংঘের সভাপতি মাখন দাস, সুমন আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন গোলজার আহমেদ।
এফএম/আরআর-১৪