সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০২, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০২, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর থেকে প্রকাশিত সাপ্তাহিক জন্মভূমি পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিরকুমার মোস্তফা আল্লামা আর নেই। যুক্তরাষ্ট্রের মিশিগান শহরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
জানা গেছে, দু-তিন দিন ধরে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের লোকজন তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশকে খবর দেন। পুলিশ স্থানীয় সময় রাত ১১টার দিকে (বাংলাদেশ সময় আজ রবিবার সকাল) বাসার দরজা ভেঙে ঢুকে তাঁকে মৃত অবস্থায় দেখতে পায়।
ফেসবুক লাইভে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান শহরে বসবাসরত বাঙালি কমিউনিটি নেতা সুলতান জে শরীফ। মোস্তফা আল্লামা চিরকুমার ছিলেন। কয়েক বছর ধরে তিনি সেখানে বসবাস করছিলেন। স্থানীয় সময় আগামীকাল সোমবার বাদ এশা মসজিদুন নূরে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
মোস্তফা আল্লামার জন্ম ১৯৪৯ সালে সিলেটের বিয়ানীবাজারে। তিনি ফটোগ্রাফার হিসেবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ওসমানীর সঙ্গেও কাজ করেছেন। একাধিকার জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তাঁর পৃষ্ঠপোষকতায় ঢাকা দক্ষিণ হাই স্কুল মাঠে 'মোস্তফা আল্লামা গোল্ডকাপ ফুটবল' বেশ সাড়া জাগিয়েছিল।
এএন/১০