৮দফা দাবিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০২, ২০২০
০৭:২২ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২০
০৭:২৪ পূর্বাহ্ন



৮দফা দাবিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের মানববন্ধন

৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা শিক্ষার্থীরা।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদ সিলেটের উদ্যোগে রবিবার সকালে নগরের কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটসহ সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউট হল, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজি সিলেট, সিলেট প্রফেশনাল টেকনিক্যাল ইন্সটিটিউটসহ সিলেটের ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- কোনো পর্ব সেশন লস না করে উভয় জোড় (দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ) ও  বেজোড় (১ম, ৩য় ও ৭ম) পর্বের সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে ২ মাসের মধ্যে পরীক্ষা গ্রহণ, পরীক্ষা গ্রহণে বিলম্ব হলে থিওরিটিক্যাল পরীক্ষা অটোপাস কনসিডার করে প্র্যাকটিক্যাল পরীক্ষা শর্ট সিলেবাসের মাধ্যমে দ্রুত মূল্যালয়ন, অষ্টম পর্বের দ্রুত সময়ের মধ্যে ক্লিয়ারেন্স দেওয়া এবং ৮ম পর্বের পূরবর্তী সেমিস্টারের রেফার্ড কনসিডার করে দ্রুত সার্টিফিকেট প্রদান করা।

আরসি-০৭