সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০২, ২০২০
০৭:৩৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০২, ২০২০
০৭:৩৩ পূর্বাহ্ন
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘মরহুম লুৎফুর রহমান সরকুম বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের রাজনৈতিক কান্ডারি লুৎফুর রহমান এলাকায় শিক্ষা বিস্তারে আমৃত্যু নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তাঁর আদর্শ ধারণ করে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।’
লুৎফুর রহমান সরকুমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল রবিবার সকালে ছাতকের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ সভা আয়োজন করা হয়। সভার আগে সাংসদ মানিক লুৎফুর রহমান সরকুম ভবনের ৩য় তলা উদ্বোধন করেন। পঞ্চম মৃত্যুবার্ষিকীর আগেই ভবনের ৩য় তলায় শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও শিক্ষক গোলাম নবী রিপনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুসাদাত মোহাম্মদ লাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ আহমেদ।
স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, পরিচালনা কমিটির সদস্য আবুলেইস মোহাম্মদ কাহার। আরও বক্তব্য দেন, চেয়ারম্যান গয়াস আহমেদ ও লুৎফুর রহমান সরকুমের কন্যা সারা বেগম। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন তোতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, চেয়ারম্যান আখলাকুর রহমান, চেয়ারম্যান বিলাল আহমেদ, চেয়ারম্যান মুরাদ আহমেদ, সাবেক চেয়ারম্যান সামসউদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান কদর মিয়া, সুন্দর আলী ও নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন প্রমুখ।
আরসি-০৮