প্রখ্যাত সাংবাদিক রবার্ট ফিস্কের জীবনাবসান

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০২, ২০২০
১০:২১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২০
১০:২৮ অপরাহ্ন



প্রখ্যাত সাংবাদিক রবার্ট ফিস্কের জীবনাবসান

খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক ও বিশ্লেষক রবার্ট ফিস্ক চলে গেলেন।

আজ সোমবার (২ নভেম্বর) আইরিশ টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার বয়স হয়েছিল ৭৪ বছর। ফিস্কের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবাদিকেরা। 

গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে রবার্ট ফিস্ককে ডাবলিনের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়। ফিস্ক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া সমালোচক ছিলেন। এ ছাড়া তিনি পশ্চিমাদের বিদেশনীতি নিয়েও সমালোচনামুখর ছিলেন। প্রভাবশালী ব্রিটিশ সংবাদপত্র 'দি ইন্ডিপেনডেন্টের' মধ্যপ্রাচ্য প্রতিনিধি ফিস্ককে ২০০৫ সালে নিউইয়র্ক টাইমস 'যুক্তরাজ্যের সম্ভবত সবচেয়ে বিখ্যাত বিদেশি প্রতিনিধি' হিসেবে আখ্যা দেয়।

ক্যারিয়ারের দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সংবাদ তুলে আনা ফিস্ক সম্মানজনক অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে সাংবাদিকতার জন্য 'ওরওয়েল' পুরস্কার উল্লেখযোগ্য। এ ছাড়া তিনি বেশ কয়েকবার ব্রিটিশ প্রেস অ্যাওয়ার্ডও পেয়েছেন।

রবার্ট ফিস্কের জন্ম ১৯৪৬ সালে, যুক্তরাজ্যের মেইডস্টোনে। পরে তিনি আইরিশ নাগরিকত্ব গ্রহণ করেন। 'সানডে এক্সপ্রেসে' সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করা ফিস্ক ১৯৭২ সালে 'টাইমস'-এ যোগ দেন। ১৯৭৬ সালে তিনি বৈরুতে গিয়ে মধ্যপ্রাচ্য প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি লেবাননের গৃহযুদ্ধ, ইরানের গণঅভ্যুত্থান, ইরাক-ইরান যুদ্ধ এবং আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের সামরিক অভিযান কাভার করেন।

ফিস্ক ১৯৮৯ সালে 'দি ইন্ডিপেনডেন্ট'-এ যোগ দেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানের মধ্যপ্রাচ্য প্রতিনিধি ছিলেন। ইন্ডিপেনডেন্টের হয়ে তিনি সাদ্দাম হোসেনের কুয়েত দখল এবং সিরিয়ায় সাম্প্রতিক যুদ্ধ কাভার করেন। তিনি সাবেক যুগোস্লাভিয়ায় বসনিয়া ও কসোভোর যুদ্ধ নিয়েও অনেক প্রতিবেদন লিখেছেন।

নব্বইয়ের দশকে আল-কায়েদার তৎকালীন প্রধান ওসামা বিন লাদেনের তিন–তিনবার সাক্ষাৎকার নিয়েছিলেন রবার্ট ফিস্ক। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইরিশ প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিনস। বলেছেন, ফিস্কের মৃত্যুতে সাংবাদিকতার জগৎ থেকে মধ্যপ্রাচ্যবিষয়ক অন্যতম একজন সেরা ভাষ্যকার হারিয়ে গেলেন।

সামাজিক মাধ্যমে রবার্ট ফিস্কের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্বের সাংবাদিকেরা।

এএফ/০৩