নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০৩, ২০২০
০৬:১১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৩, ২০২০
০৬:১১ পূর্বাহ্ন
সিলেট বিভাগে নতুন করে ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেটের দুইটি ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১২ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ৪ জন এবং মৌলভীবাজার জেলায় ৭ জন রয়েছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে গতকাল সোমবার ১৬৯টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে সিলেট জেলার ৫ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সোমবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৫ জনের জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সিলেট জেলায় ৭ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার জেলায় ৫ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭৩৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭ হাজার ৭০৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪০৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৮২৯ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৭৯০ জন রয়েছেন।
সিলেট বিভাগে ১২ হাজার ২২৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৬ হাজার ৬৯৪ জন, সুনামগঞ্জের ২ হাজার ৩৪৩ জন, হবিগঞ্জের ১ হাজার ৫১৯ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৬৬৮ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৩৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৭০ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।
করোনা আক্রান্ত ৫৫ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৪৯ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩ জন ও হবিগঞ্জের হাসপাতালে ১ জন এবং মৌলভীবাজারে ২ জন।
বিএ-০২