সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৩, ২০২০
০৬:৩৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৩, ২০২০
০৬:৩৮ পূর্বাহ্ন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারাদেশে খুন-ধর্ষণ ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটি। সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন পালন করা হয়।
সিপিবি সিলেট জেলা কমিটির সদস্য ফরহাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, উদীচীর সভাপতি এনায়েত হাসান মানিক, সহসভাপতি রতন দেব, সদস্য রজত চৌধুরী, যুব ইউনিয়ন সিলেট জেলার সহসাধারণ এস কে শাকিল, সাংগঠনিক সম্পাদক শাহজালাল সুমন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি, সাধারণ সম্পাদক নাবিল এইচ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। অবিলম্বে টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ এবং সেই সঙ্গে অসৎ ব্যবসায়ী সিন্ডেকেটকে কঠোরভাবে দমন করতে হবে। সরকার দ্রব্যমূল্য ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ।’ সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান বক্তারা।
বিএ-০৪