সিকৃবির সহকারী রেজিস্ট্রারের অকাল মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৩, ২০২০
০৭:০০ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৩, ২০২০
০৭:০০ পূর্বাহ্ন



সিকৃবির সহকারী রেজিস্ট্রারের অকাল মৃত্যু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমীন রহমান তানিয়া আর নেই। গত রবিবার রাতে নগরের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শারমীন রহমান তানিয়া বিশ্ববিদ্যালয়ের সুহাসিনী দাস হলের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। শারমীনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও রেজিস্ট্রার শোকপ্রকাশ করেছেন। সিকৃবি অফিসার পরিষদ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এদিকে, গতকাল ২ নভেম্বর ছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। করোনার কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন আনুষ্ঠানিকভাবে না করার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। এর মধ্যে সহকারী রেজিস্ট্রারের মৃত্যুর খবর সিকৃবি ক্যাম্পাসের পরিবেশকে আরও ভারী করে তুলে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শোকপ্রকাশের জন্য গতকাল সোমবার কালোব্যাজ ধারণ করে অফিস করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

আরসি-০১