ওসমানী হাসপাতালে অজ্ঞাত নারীর লাশ

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০৩, ২০২০
০৭:৪৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৩, ২০২০
০৭:৪৮ পূর্বাহ্ন



ওসমানী হাসপাতালে অজ্ঞাত নারীর লাশ

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত নারীর (৪৫) লাশ পড়ে আছে। পরিচয় জানতে না পারায় স্বজনদের কাছে হস্তান্তর করতে পারছে না পুলিশ। সিলেট মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ৮ অক্টোবর জৈন্তাপুরের হরিপুর বাজারে সড়ক দুর্ঘটনায় আহত হন ওই নারী। লোকমান নামে স্থানীয় এক ব্যক্তি তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। গত ১ নভেম্বর সকাল ৬টায় তিনি মারা যান। লাশটিকে তখন অজ্ঞাতনামা উল্লেখ করে হাসপাতালে মর্গে পাঠিয়ে কোতোয়ালি থানা পুলিশকে জানান ওয়ার্ড মাস্টার মো. রওশন হাবিব।

অজ্ঞাত এই নারীর পরিচয় কেউ জেনে থাকলে কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক অঞ্জন কুমার দেবনাথের (০১৭১৮-৯৭৯৫৪৫) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরসি-০৩