জালালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৩, ২০২০
০৭:৫৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৩, ২০২০
০৭:৫৪ পূর্বাহ্ন



জালালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

দক্ষিণ সুরমার জালালপুর বাজারে আইনশৃঙ্খলা রক্ষার ন্বার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এলাকার যুব সমাজের উদ্যোগে জালালপুর ইউনিয়ন অফিস প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। প্রধান অতিথি বলেন, ‘প্রধান সড়ক কিংবা ব্রিজের উপর সিএনজি অটোরিকশা রেখে যারা বিশৃঙ্খলা করছেন তাদেরকে সচেতন হয়ে এলাকার সুনাম অক্ষুন্ন রাখতে হবে।’ যত্রতত্র সিএনজি অটোরিকশা রেখে মানুষের যাতায়াতে বিঘ্ন সৃষ্টিকারীদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি রাস্তার পাশে না বসে নির্দিষ্ট জায়গায় সবজি বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশ দেন আবু জাহিদ।

জালালপুরের শেখ ইদ্রিছ আলী তুরন মিয়ার সভাপতিত্বে এবং সৈয়দ মাহতাব ও আনিছুর রহমান অপুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পল্লী বিদ্যুত সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী এস এম হাসনাত হাসান, দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান ও মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফরিদ।

বাজারের সমস্যাবলী নিয়ে স্বাগত বক্তব্য দেন, জালালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলন। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আব্দুল মালিক মল্লিক, আব্দুল মতিন, তফজ্জুল হোসেন, হাবিবুর রহমান ছুফন, ইউনুছ আলী, বদরুল ইসলাম জয়দু, সাবেক মেম্বার শাহ আব্দুল মুমিন, তপন চন্দ্র পাল, আলা উদ্দিন আলাই, ছানাউল হক ছানা, আব্দুল বাছিত বাচ্চু, মখদ্দছ আলী, জয়নাল আহমদ, সুন্দর আলী, ইউপি সচিব এম এ সালাম, মাহফুজুর রহমান, নাজির হোসেন, আলী আহমদ, মতিউর রহমান, উজ্জল আহমদ নাহিদ, শাকের আহমদ, রুহল আমিন গেদা, সুফিয়ান আহমদ, শাহেদ প্রমুখ।

আরসি-০৪