ওসমানীনগরে জেল হত্যা দিবস পালন

ওসমানীনগর প্রতিনিধি


নভেম্বর ০৪, ২০২০
০১:৪৭ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৪, ২০২০
০১:৪৭ পূর্বাহ্ন



ওসমানীনগরে জেল হত্যা দিবস পালন

সিলেটের ওসমানীনগরে জাতীয় চার নেতাসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাজপুরস্থ ডাকবাংলোয় আয়োজিত জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান।

এ সময় বক্তারা বলেন, শত্রুরা ভেবেছিল বঙ্গবন্ধুর সঙ্গে জাতীয় এ চার নেতাকে হত্যা করলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে। কিন্তু ওরা জানতো না যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নিশ্চিহ্ন করা কোনোদিনও সম্ভব না। আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুসংগঠিত আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এখনও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তফজ্জুল হুসেন। সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খাঁনের পরিচালনায় বক্তব্য দেন, সহ-সভাপতি আলাউর রহমান আলা, আব্দাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, লুৎফুর রহমান, প্রচার সম্পাদক চয়ন পাল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক চুনু মিয়া, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, সহ-প্রচার সম্পাদক সেবুল আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক শহিদুর রহমান শহিদ, সদস্য মুক্তার খাঁন, গেদা মিয়া, বাবর মিয়া, আব্দুল খালিক, মাহবুবুর রহমান চৌধুরী, সাইস্তা আল নোমান প্রমুখ।

আলোচনা সভা শেষে বিকেলে তাজপুর কদমতলা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ইউডি/আরআর-০৬