বিশ্বনাথ প্রতিনিধি
নভেম্বর ০৪, ২০২০
০২:১৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৪, ২০২০
০২:১৭ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথের টেংরা গ্রামের যতিন্দ্র কুমার দাসের হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন টেংরা ডেভেলপমেন্ট সোসাইটির নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে টেংরা গ্রামের বটেরতল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অলংকারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শায়েকুর রহমানের সভাপতিত্বে ও টেংরা ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আমিনুল কবির মিনহাজের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান, ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা মজিরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, মাস্টার রিপন দাস, টেংরা ডেভেলপমেন্ট সোসাইটির সিনিয়র সদস্য রুহেল উদ্দিন প্রমুখ।
এমএ/আরআর-০৮