নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০৪, ২০২০
০২:৩১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৪, ২০২০
০২:৩১ পূর্বাহ্ন
ধর্ম অবমাননার অপবাদে লালমনিরহাটে পিটিয়ে মানুষ হত্যা এবং কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সারা দেশের ন্যায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সিলেটের প্রগতিশীল সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে এবং ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচের পরিচালনায় বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে বক্তব্য দেন। মানববন্ধনে বক্তব্য দেন, উদীচী সিলেটের সহসভাপতি রতন দেব, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেট জেলার সমন্বয়ক প্রণব জ্যাতি পাল, শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার আহবায়ক মখলেছুর রহমান, ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, ছাত্র ইউনিয়ন সিলেট মহানগরের সহসাধারণ সম্পাদক মনীষা ওয়াহিদ, ছাত্র ফ্রন্ট মহানগরের আহবায়ক সঞ্জয় শর্মা।
এছাড়াও অন্যান্য সংগঠন ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক উজ্জ্বল রায়, ওয়ার্কাস পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক ইন্দ্রাণী সেন শম্পা, উদীচী সিলেট জেলার সহসভাপতি ডা. অভিজিৎ দাশ জয়, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য রেজাউর রহমান রানা, যুব ইউনিয়ন নেতা সন্দ্বীপ দেব, ছাত্র ইউনিয়ন সিলেট মহানগরের সভাপতি বিশাল দেব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ধর্মীয় অবমাননার অপবাদে নিরীহ মানুষকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা আবারও প্রমাণ করে আমরা প্রাগৈতিহাসিক যুগে চলে যাচ্ছি। যেসময়ে আমাদের চিন্তা চেতনা সমৃদ্ধ হওয়ার কথা, ঠিক সে সময়ে আমাদের চিন্তা-মননশীলতা সমৃদ্ধির দিক না গিয়ে অন্ধকার যুগের দিকে যাচ্ছে। এটা মানবতার চরম লজ্জাজনক ঘটনা। আমাদের সকলকে মিলে এসব ধর্মীয় অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে।’
বক্তরা এসময় লালমনিরহাটে ধর্ম অবমাননার অপবাদে মানুষ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কুমিল্লার মুরাদনগরে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
বিএ-১২