বিয়ানীবাজারে জেল হত্যা দিবস পালন

বিয়ানীবাজার প্রতিনিধি


নভেম্বর ০৪, ২০২০
০৩:৫১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৪, ২০২০
০৩:৫১ পূর্বাহ্ন



বিয়ানীবাজারে জেল হত্যা দিবস পালন

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান বলেছেন, জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। কারণ এই চার নেতাকে হত্যা করা না হলে দেশকে রাজাকার-স্বৈরশাসকদের চারণভূমি বানানো যেত না। বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা ছিলেন দেশের কল্যাণে নিবেদিত। তাদের হত্যা করে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশকে অনুন্নত করার পরিকল্পনা করা হয়। 

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় তিনি বলেন, এখন জাতির জনকের কন্যার নেতৃত্বে দেশ আর আগের তলাবিহীন ঝুড়ি নেই। বিশ্বের দরবারে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার স্মৃতি-চেতনা লালন করে এদেশে রাজনীতি করতে হবে। তবেই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন বাবুল, জাকির হোসেন, ছালেহ আহমদ বাবুল, হারুনুর রশীদ দিপু, আবুল হোসেন খসরু, রুহুল আলম জালাল, সাহাব উদ্দিন সিহাব, হুমায়ুন কবির প্রমুখ।

 

এসএ/আরআর-১৫