নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০৪, ২০২০
০৬:৪৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৪, ২০২০
০৬:৪৩ পূর্বাহ্ন
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিয়ের ১৮ দিনের মাথায় মারা গেছেন যুক্তরাজ্য প্রবাসী যুবক কাওছার আহমদ। তিনি দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা গ্রামের বাসিন্দা। কাওসার দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মাউন্ড এডোরা হাসপাতালের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাওছার আহমদের মা-বাবাসহ পরিবারের সবাই কানাডায় বসবাস করেন। তবে তিনি যুক্তরাজ্যের ওয়ালসল শহরে থাকতেন। দুই মাস আগে কাওছার যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। মাসখানেক আগে তিনি দেশে আসেন এবং মাত্র ১৮ দিন আগে তাঁর বিয়ে সম্পন্ন হয়। গত সপ্তাহে কাওছারের জ্বরসহ করোনার বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে কাওছার আহমদ মারা যান।
গতকাল মঙ্গলবার এশার নামাজের পরে তুরুকখলা ঈদগাহ মাঠে স্বাস্থ্যবিধি মেনে কাওছারের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক করবস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এনএইচ/আরসি-০১