বিদেশগামীদের করোনা পরবর্তী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৪, ২০২০
০৬:৫৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৪, ২০২০
০৬:৫৪ পূর্বাহ্ন



বিদেশগামীদের করোনা পরবর্তী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

সিলেট নগরের আলমপুরের সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের করোনা পরবর্তী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

উদ্বোধন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট সিটি করপোরেশনের ২৭ নংম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আজম খান।

তিনি বলেন, ‘সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেটের যুবকদের প্রশিক্ষিত করে তুলতে কাজ করে যাচ্ছে। দেশের বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসতে হবে।’

টিটিসির সিনিয়র ইন্সট্রাক্টর রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সাংবাদিক এস এ শফি, টিটিসি’র চিফ ইন্সট্রাক্টর শামীমা আক্তার, মোজাফ্ফর হোসেন, শিরিন আক্তার, শাহ আলম পাটোয়ারী, সিনিয়র ইন্সট্রাক্টর মনিরুজ্জামান মনির, বাপ্টু পুরকায়স্থ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইন্সট্রাক্টর মোয়াজ্জেম হোসেন। এ সময় প্রশিক্ষণ কেন্দ্রের সকল প্রশিক্ষকসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আরসি-০২