সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৪, ২০২০
০৭:০৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৪, ২০২০
০৭:০৩ পূর্বাহ্ন
মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন ‘ঈদে আজম’ উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সিলেট শাখার উদ্যোগে ঈদে আজম জুলুস ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মমতাজ উদ্দিনের সভাপতিত্বে শহীদ মিনার প্রাঙ্গন থেকে হজরত শাহজালাল (র.) মাজার শরীফে জুলুস শেষে সমাবেশে বক্তব্য দেন ডা. মুরাদে আলম, মাওলানা সিবগাত উল্লাহ এরশাদ নিজামী, বদিউল আলম, শেখ সাইফুজ্জামান, সিরাজুল ইসলাম, বিউটি আক্তার ও মিলি প্রমুখ।
সমাবেশে ঈমানি অস্তিত্ব ও মুক্তির উৎস হিসেবে মহানবীর শুভাগমন ঈদে আজমের দান ও লক্ষ্য উপলব্ধির আহ্বান জানিয়ে বক্তাগণ বলেন, ‘ঈমান-দ্বীন-নাজাতের প্রবাহধারা রক্ষায়, দুনিয়ার প্রতিটি মানুষের জন্য স্বাধীনতা-অধিকার-মর্যাদা-সমৃদ্ধি-নিরাপত্তা ও জীবনের সকল আলোকদিশা প্রদান, সকল অপশক্তির মিথ্যা-মূর্খতা-আঁধার-দাসত্ব-পাশবিকতা-বর্বরতা-সন্ত্রাস-পরাধীনতা-স্বৈরতা-দস্যুতা থেকে আত্মা ও জীবনের সব দিকে উদ্ধার ও মুক্তির লক্ষ্যে এ মহান শুভাগমন।’
আরসি-০৩