দক্ষিণ সুরমায় তিন ছিনতাইকারি গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৪, ২০২০
০৭:৫১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৪, ২০২০
০৭:৫৩ পূর্বাহ্ন



দক্ষিণ সুরমায় তিন ছিনতাইকারি গ্রেপ্তার

সিলেটের দক্ষিণ সুরমার পিরোাজপুর এলাকায় তিন ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) গণপিটুনি দিয়ে তাদেরকে পুলিশে দেয় স্থানীয় জনতা।

জানা যায়, যাত্রী বেশে তিন ছিনতাইকারি অটোরিকশায় উঠে হৃদয় মিয়া নামে এক যুবকের মোবাইল ফোন ও টাকা  ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এসময় হৃদয় মিয়ার চিৎকারে ৩ ছিনতাইকারীকে ধাওয়া করে পুরান তেতলি বাইপাস থেকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের মারধর করে পুলিশে দেওয়া হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার মোহাম্মদপুরের আবুল মিয়া (২৯), সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর গজিয়া গ্রামের মাছুম মিয়া (২৪) ও সিলেটের দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মো. রুবেল (২৪)।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, ছিনতাই করে পালানোর সময় ওই তিন ছিনতাইকারিকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। তাদের কাছ থেকে অভিযোগকারির মোবাইলসহ ৩টি মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় মামলা (নম্বর-৪) দায়ের করা হলে তাদেরকে জেলা হাজতে পাঠানো হয় বলে জানান দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আরসি-০৫