সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৪, ২০২০
১১:৫৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৪, ২০২০
১১:৫৫ অপরাহ্ন
মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে ব্যাঙ্গ করার প্রতিবাদে মুসল্লিদের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে উত্তাল সিলেটের রাজপথ।
আজ বুধবার (৪ নভেম্বর) বাদ জোহর নগর চত্বরে এক প্রতিবাদ সমাবেশে বিক্ষোভ প্রকাশ করেন তারা।
উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির আহ্বানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহিব্বুল হক।
মাওলানা জুনাইদ কিয়ামপুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মাওলানা নুরুল ইসলাম খান, মাওলানা আলিমুদ্দীন, বেফাকের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা ইউসুফ, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা মুহসিন আহমদ, মাওলানা আবুল হাসান ফয়সল, মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা হিলাল আহমদ, মাওলানা ক্বারি হারুনুর রশীদ, মাওলানা আবুল হুসাইন, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আহমদ সগির, মাওলানা আব্দুল মালিক মোবারকপুরী ও মাওলানা আব্দুস সুবহান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আগুন নিয়ে খেলা করবেন না। আল্লাহ, নবী করিম (সা.) ও ইসলামের বিরুদ্ধে কটূক্তি করলে মুসলমানের কলিজায় আগুন লেগে যায়। সে আগুনে জ্বলেপুড়ে ছাড়খার হয়ে যাবে।
বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি ফ্রান্সের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। সমাবেশ শেষে নগরের আম্বরখানা পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আরসি-০৭