ওসমানীনগর প্রতিনিধি
নভেম্বর ০৫, ২০২০
১২:৩৫ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৫, ২০২০
১২:৩৫ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় শামীমা আক্তার (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার হলিমপুর গ্রামের মো. আইনুদ্দিনের স্ত্রী।
আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে সিলেট ঢাকা-মহাসড়কের ১৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার ঊনিশমাইল এলাকায় মহাসড়ক পারাপারের সময় শামীমা বেগমকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইউডি/আরআর-০৬