ওসমানীনগর প্রতিনিধি
নভেম্বর ০৫, ২০২০
০২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৫, ২০২০
০২:৪৭ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে সরকারি বুড়ি নদী দখল করে পানি প্রবাহে বাধা দূরীকরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেওয়া হয়েছে। উপজেলার সাদিপুর ইউনিয়নের গজিয়া-ইব্রাহীমপুর, রাজাপুর গ্রামের বাসিন্দারা অবিলম্বে বুড়ি নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পানি প্রবাহ স্বাভাবিক রাখার জন্য প্রশাসন বরাবরে আবেদন জানিয়েছেন।
জানা যায়, ওসমানীনগরের একসময়ের প্রমত্তা বুড়ি নদী কালের বিবর্তনে ছোট হতে হতে বর্তমানে খালে এসে ঠেকেছে। তারপরও উপজেলার পশ্চিম পৈলনপুর, সাদিপুর, গোয়ালাবাজার, তাজপুর এলাকার বৃহৎ একটি অংশের মানুষ এ নদীর উপর নির্ভরশীল। নদী থেকে মাছ আহরণের পাশাপাশি অনেকে নিত্যব্যবহার্য কাজে এ নদীর পানি ব্যবহার করেন। বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে এ নদী ভরাট করে নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একাধিক মহল।
এদিকে সাদিপুর ইউনিয়নের গজিয়া-ইব্রাহীমপুর, রাজাপুর গ্রামের বাসিন্দাদের অনেকের পানীয় জলের একমাত্র মাধ্যম হচ্ছে বুড়ি নদী। কিন্তু ইদানিং স্থানীয় দৌলতপুর এলাকার নিখিল দাস, অঞ্জু দাস, শুভেন্দ্র দাস গংরা বুড়ি নদীর (মৌজা গজিয়া, জেএল নং- এস ৩৫, বিএস ৩৩, খতিয়ান ১, দাগ নং- বিএস ১২৯৫) উপর ব্রিজ নির্মাণের নামে নদীর উভয়পাশ ভরাট করে নিজেদের ভূমির সঙ্গে সংযুক্ত করেছেন। এতে পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়। নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তাদের অনুরোধ করেও সাড়া পাওয়া যায়নি। এ ব্যাপারে প্রতিকার চেয়ে গত ২ নভেম্বর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে ওসমানীনগর উপজেলা প্রশাসন বরাবরে।
এ ব্যাপারে ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা বেগম বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউডি/আরআর-১৪