প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী : সিলেটে করোনার সম্মুখযোদ্ধাদের ধন্যবাদ জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০৫, ২০২০
০৫:২৩ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৫, ২০২০
১০:১৮ পূর্বাহ্ন



প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী : সিলেটে করোনার সম্মুখযোদ্ধাদের ধন্যবাদ জ্ঞাপন

প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে করোনা মোকাবেলায় সম্মুখযোদ্ধাদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত পর্যায়ক্রমে এ অনুষ্ঠান হয়। করোনাভাইরাসের অতি মহামারিকালে মানবতার সেবায় নিয়োজিত থাকার জন্য পুলিশ সুপারের কার্যালয়, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেটকে স্মারক ও ফুলের তোড়া দিয়ে এ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

করোনা মোকাবেলায় সম্মুখযোদ্ধাদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, আস্থা ও বিশ্বস্ততার আরেক নাম প্রথম আলো। কেবল সংবাদ প্রকাশের মধ্যেই পত্রিকাটি নিজেদের সীমাবদ্ধ রাখেনি। সমাজ থেকে অন্ধকার দূর করতে আলোর মশাল জ্বালিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছে। তরুণ প্রজন্মকে প্রগতি, যুক্তি, সততা ও মুক্তবুদ্ধির চেতনায় শাণিত করতে প্রথম আলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সত্যকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে প্রথম আলোর বিকল্প নেই।

সম্মুখযোদ্ধাদের ধন্যবাদ জ্ঞাপনের ৬টি পৃথক অনুষ্ঠানে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক সজল ছত্রী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সহসভাপতি উজ্জ্বল দাস ও অর্থ সম্পাদক ইন্দ্রানী সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথম আলোর পক্ষে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, প্রতিনিধি সুমনকুমার দাশ, আলোকচিত্রী আনিস মাহমুদ, প্রদায়ক মানাউবী সিংহ, প্রথম আলো বন্ধুসভা সিলেটের সভাপতি তামান্না ইসলাম, সহসভাপতি সাকিব আহমদ মিঠু, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন প্রমুখ।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বক্তৃতায় বলেন, ‘গণমাধ্যম গণমানুষকে পথ দেখায়। নিরপেক্ষতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রথম আলোর ধারাবাহিকতা বজায় থাকুক।’

চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ‘প্রথম আলো যাতে সব সময় আলোর পথ দেখায়, সে কামনা করি।’

নাট্যসংগঠক মিশফাক আহমদ চৌধুরী বলেন, ‘প্রথম আলো মানেই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের এক নির্ভীক নাম।’

বিএ-০৯