সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৫, ২০২০
০৬:১১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৫, ২০২০
০৬:১৮ পূর্বাহ্ন
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেছেন, ‘বৃহত্তর সিলেট পর্যটনের এক সম্ভাবনাময় ক্ষেত্র। সিলেটের পর্যটনের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে।’ বুধবার (৪ নভেম্বর) সকালে নগরের একটি হোটেলে ট্যুর গাইড অ্যাসোসিয়েশন অব গ্রেটার সিলেটের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত ট্যুর গাইডদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি রুবাইয়াত হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ট্যুরিস্ট পুলিশ সিলেট সাব-জোনের পরিদর্শক মো. মঈন উদ্দিন, সিলেট জেলা ক্যাটারার্স গ্রæপের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবলু, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি আবু হানিফা, গ্রীণ সিলেট ট্যুরস এর নির্বাহী পরিচালক আল-মামুন।
অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ মো. তাজুল ইসলামের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মো. এনামুল কবির। এ সময় উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহ আলম রাফি, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক রেশমা জান্নাতুল রুমা, অর্থ সম্পাদক রবিন চৌধুরী, প্রচার সম্পাদক হোসেন আহমদ সুজাদ, সহ-প্রচার সম্পাদক রঞ্জন রায়, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহ রুম্মানুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল মুত্তাকিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ফারুক আহমদ, কার্যনির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম, সদস্য আব্দুল মুমিন চৌধুরী, ওলিউর রহমান মাসুম, জারিন তাসনিম আহমেদ, মিসবাহ উল করিম, আমিনুল ইসলাম রুহিত, মিছবাউর রহমান, পূর্ণত্রপাল রতন, ফজলু মিয়া, মিছবাউল আলম তাহমিদ, আতিকুল ইসলাম শাপলু প্রমুখ।
বিএ-০২