মণিপুরি নৃত্য দিবস : মাছিমপুরে দুই দিনব্যাপী অনুষ্ঠান আজ থেকে

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৫, ২০২০
০৬:২২ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৫, ২০২০
০৬:২২ পূর্বাহ্ন



মণিপুরি নৃত্য দিবস : মাছিমপুরে দুই দিনব্যাপী অনুষ্ঠান আজ থেকে

সিলেট নগরের মাছিমপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের ১০১তম স্মরণোৎসব ও মণিপুরি নৃত্যদিবস উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দু’দিনব্যাপী উৎসব শুরু হবে।

সন্ধ্যা ৭টায় ‘মাছিমপুরে রবীন্দ্রনাথ ও মণিপুরি নৃত্য’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা ‘মাছিমপুরে রবীন্দ্রনাথ ও মণিপুরি নামের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে। এতে আলোচক হিসেবে থাকবেন ভারতের ত্রিপুরার আগরতলা সংস্কৃত কলেজের সাবেক অধ্যক্ষ লেখক নিরুপমা সিনহা, পশ্চিমবঙ্গের বিশ^ভারতীর মণিপুরি নৃত্য বিভাগের অধ্যাপক ড. সুমিত বসু, আসামের গৌহাটির মণিপুরি রাইটার্স ফোরামের সভাপতি দিলস লক্ষীন্দ্র সিংহ, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, মণিপুরি সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, কবি ও গবেষক অধ্যাপক ড, রণজিত সিংহ, গবেষক অপূর্ব শর্মা, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক প্রণব কান্তি দেব, নাট্যকার শুভাশিষ সিনহা,  মণিপুরি সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় সম্পাদক কমলাবাবু সিংহ। 

আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রদ্ধাঞ্জলি, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন, আলোচনা সভা ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে দুদিনব্যাপী অনুষ্ঠান সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মাছিমপুরে রবীন্দ্রনাথ : ১০১ তম স্মরণোৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক অলক সিংহ ও সাধারণ সম্পাদক সুনীল সিংহ।

বিএ-০৩