নেটওয়ার্ক সমস্যায় বিঘ্নিত হচ্ছে অনলাইন ক্লাস

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৫, ২০২০
০৬:৪৩ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৫, ২০২০
০৬:৪৩ পূর্বাহ্ন



নেটওয়ার্ক সমস্যায় বিঘ্নিত হচ্ছে অনলাইন ক্লাস
সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি

সিলেটসহ দেশের ৩২টি জেলার সীমান্তবর্তী এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক শক্তিশালীকরণের দাবি জানিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হিয়েছে। সীমান্তবর্তী এলাকায় মোবাইল ফোনের ন্যূনতম নেটওয়ার্ক না থাকায়

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো করোনাকালে অনলাইন ক্লাশ নিতে পারছে না বলে স্মারকলিপিতে তুলে ধরেছেন জকিগঞ্জের মুন্সিবাজার এলাকার স্থানীয় স্কুল-কলেজ শিক্ষার্থীদের অভিভাবকরা। অভিভাবকদের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন জুনেদ আহমদ চৌধুরী।

স্মারকলিপিতে তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে প্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কিন্তু, দেশের ৬৪ জেলার মধ্যে ৩২টি জেলাই ভারতীয় সীমান্তে অবস্থিত। এসব জেলার সীমান্তবর্তী এলাকায় কয়েক কোটি মানুষের বসবাস। বিশাল এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়া কীভাবে সম্ভব- প্রশ্ন রাখেন জুনেদ আহমদ চৌধুরী।  

সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো এই স্মারকলিপিতে আরও বলা হয়, জকিগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকায় মোবাইল ফোনের ন্যূনতম নেটওয়ার্ক নেই। এই উপজেলার সাংসদের বাড়ির দুইশ হাত দূরে স্থানীয় ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ে আইসিটি ক্লাস নিতে পারেন না শিক্ষকরা। ফলে প্রযুক্তি সম্পর্কে কোনো ধারণাই পাচ্ছে না স্কুল-কলেজের শিক্ষার্থীরা। কিন্তু, জকিগঞ্জের ভারত সীমান্ত ঘেঁষে ভারতীয় মোবাইল ফোনের টাওয়ারের কোনো শেষ নেই।

পুরো দেশকে সম্পূর্ণভাবে ডিজিটাইজ করতে সীমান্তের স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলমান অনলাইন ক্লাসে অংশ নিতে সিলেটের জকিগঞ্জ উপজেলার মুন্সিবাজারসহ দেশের সকল সীমান্ত এলাকায় মোবাইল টাওয়ার বসাতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করা হয়েছে স্মারকলিপিতে।    

স্মারকলিপিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ড. দীপু মণি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সিলেট ৫ আসনের সাংসদ হাফিজ আহমদ মজুমদার ও বিটিআরসি চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

আরসি-০২