সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৫, ২০২০
০৬:৫৫ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৫, ২০২০
০৬:৫৫ পূর্বাহ্ন
প্রখ্যাত গণসঙ্গীতশিল্পী ও সঙ্গীতাচার্য্য ভবতোষ চৌধুরীর ৯ম প্রয়াণ দিবসকে সামনে রেখে, তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নভেম্বর মাসব্যাপী ‘ভবমেলা ২০২০’-এর আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার থেকে ২০ নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে প্রতিদিন রাত ৯টায় অনুষ্ঠানগুলো ভার্চুয়ালি গণসংগীতশিল্পী কমরেড ভবতোষ চৌধুরী স্মৃতি পরিষদ ও গুরু’স মিউজিক্যাল স্টুডিও ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি প্রচারিত হবে।
আজ বৃহস্পতিবার রাত ৮টায় ভার্চুয়ালি ‘ভব মেলা ২০২০’ -এর উদ্বোধন করবেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতি ড. শফিউদ্দিন আহমেদ। প্রতিদিন অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, সাংষ্কৃতিক ব্যক্তিবর্গ, সংগীতশিল্পী, বাচিকশিল্পী অংশগ্রহণ করবেন। সমাপনী পর্বে গণসংগীত পরিবেশনা করবেন ভারতের কিংবদন্তী গণসংগীতশিল্পী শুভেন্দু মাইতি ও শুভপ্রসাদ নন্দী মজুমদার। ‘ভবমেলা ২০২০’ এর সমন্বয়কারী হিসেবে কাজ করছেন সিলেটের গণসঙ্গীত ও লোকসঙ্গীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন, স্মৃতি পরিষদের অন্যতম সংগঠক বিপাশা চৌধুরী ও তরুণ গণসংগীতশিল্পী ও সংগঠক গুরুপ্রসাদ দেবাশীষ।
এ বিষয়ে অংশুমান দত্ত অঞ্জন বলেন, ‘যার গানে সুর মিলিয়ে আমি গান গাই, আমার গণসংগীতের গুরু বাংলাদেশের কিংবদন্তি গণসংগীতশিল্পী কমরেড ভবতোষ চৌধুরীর প্রয়াণ দিবস উদযাপন করতে গিয়ে স্বপ্ন বুনেছিলাম একদিন উনার নামে গণসংগীতের মেলা করব। যার নাম হবে ‘ভব-মেলা’। মহামারির কারণে সেটা আমরা ভার্চুয়ালি করছি। সবাই এই মেলায় অংশগ্রহণ করবেন এই আবেদন ও নিমন্ত্রণ করছি।’ আর স্মৃতি পরিষদের উপদেষ্টা লাকি চৌধুরী ভবমেলার সর্বাঙ্গীন সাফল্য ও উক্ত আয়োজনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
‘ভবমেলা ২০২০’-এর সর্বাঙ্গীন সাফল্য ও সকলকে যোগদানের আহ্বান জানিয়ে ভিডিওবার্তা পাঠিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সিপিবি সিলেট জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট তবারক হোসেন এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সহসভাপতি মাহমুদ সেলিম।
আরসি-০৩