সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৫, ২০২০
০৭:০৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৫, ২০২০
০৭:০৭ পূর্বাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইটি কর্মকর্তা মো. আনোয়ারুল হক সম্রাটের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. আজহারুল হক আর নেই।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরের খুলিয়াটোলার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) তিনি।
মুক্তিযোদ্ধা মো. আজহারুল হককে তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার নতুন মাদরাসা গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষ। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
আরসি-০৪