রায়হান হত্যার বিচার দাবি চেম্বারের

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৫, ২০২০
০৭:১৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৫, ২০২০
০৭:১৫ পূর্বাহ্ন



রায়হান হত্যার বিচার দাবি চেম্বারের
এসএমপি কমিশনার বরাবর স্মারকলিপি

সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার এবং নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি দিয়েছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।

বুধবার দুপুরে সিলেট মহানগর পুলিশের নবাগত কমিশনার মো. নিশারুল আরিফের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দেন তারা।

স্মারকলিপি হস্তান্তরকালে চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, ‘পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনায় সিলেটের সকল মহলে ক্ষোভ বিরাজ করছে। পুলিশ সদস্যদের দ্বারা এরকম বিচার বহির্ভূত হত্যা নিঃসন্দেহে জনসাধারণ ও পুলিশের জন্য উদ্বেগজনক। এছাড়া সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সিলেট নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।’ নবাগত পুলিশ কমিশনারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ব্যবসায়ী ও জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বলেন, ‘ব্যবসায়ী ও জনগণের নিরাপত্তা বিধান ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ তৎপর রয়েছে। পুণ্যভূমি সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ এ ব্যাপারে ব্যবসায়ীসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, মুশফিক জায়গীরদার, মো. আব্দুর রহমান জামিল, হুমায়ুন আহমেদ, আলীমুল এহছান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, ফখর উস সালেহীন নাহিয়ান প্রমুখ।         

আরসি-০৫