নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০৫, ২০২০
০৭:২০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৫, ২০২০
০৭:২০ পূর্বাহ্ন
মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি মোহাম্মদ রুমন আহমদ ওরফে মাহমুদুর রহমান রুমনকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মো. বিপ্লব (৪৩) নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাত সোয়া ৮টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম পীরমহল্লাহ এলাকার মৃত তজম্মুল আলী ওরফে তৈমুছ আলীর ছেলে মাহমুদুর রহমান রুমনকে গ্রেপ্তার করে। রুমন এয়ারপোর্ট থানায় দায়েরকৃত একাধিক মামলার আসামি।
পরে রুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও মাদক উদ্ধারে এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনাকালে তার সহযোগী মো. বিপ্লবকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিপ্লব ছাতক নগর এলাকার বাগবাড়ীর (বর্তমানে বাসা নং- ২০, ফাজিল চিশত, আ/এ) মৃত নুরুল ইসলামের ছেলে। গ্রেপ্তাকৃতদের গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের সিলেট মিররকে বলেন, ‘গ্রেপ্তার আসামিদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আর অস্ত্র ও মাদক উদ্ধারে নগরের এলাকার বিভিন্ন স্থানে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত আছে।’
আরসি-০৬