সিলেটে তথ্যসেবা ও রিটার্ন গ্রহণ কার্যক্রম উদ্বোধন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৫, ২০২০
০৭:২৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৫, ২০২০
০৭:২৮ পূর্বাহ্ন



সিলেটে তথ্যসেবা ও রিটার্ন গ্রহণ কার্যক্রম উদ্বোধন

সিলেটে তথ্য সেবা ও রিটার্ন গ্রহণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে নগরের নয়াসড়কস্থ কর কার্যালয়ের নীচতলায় তথ্য কেন্দ্রে আয়কর মেলার আবহে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট কর অঞ্চলের কর কমিশনার মো. সাইফুল হক। এ সময় তিনি কর তথ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, ‘বৈশ্বিক মহামারী করোনার কারণে আয়কর মেলা না হওয়ায় কর কার্যালয়ে কর দাতাদের সুবিধার্থে মেলার পরিবেশে রিটার্ন দাখিলের সুব্যবস্থা করা হয়েছে।’ করদাতাদের শেষ সময়ে ভিড় না করে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে রিটার্ন দাখিলের আহ্বান জানান তিনি।    

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত কর কমিশনার মো. আবু সাইদ সোহেল, যুগ্ম কর কমিশনার সাহেদ আহমদ চৌধুরী, যুগ্ম কর কমিশনার পংকজ লাল সরকার, উপ কর কমিশনার সদর দপ্তর প্রশাসন মো. আবু সাইদ, সহকারী কর কমিশনার বিধান চন্দ্র দেবনাথ, সহকারী কর কমিশনার কামাল হোসেন, অতিরিক্ত সহকারী কর কমিশনার সৈয়দ আবু নাসের সিদ্দিক, সহকারী কর কমিশনার মো. আক্কাস আলী প্রমুখ।

আরসি-০৭